উড়ন্ত সাপ দেখেছেন? উড়িষ্যায় ধরা পড়েছে, ভিডিওতে দেখে নিন

উড়িষ্যায় উদ্ধার হওয়া বিরল প্রজাতির উড়ন্ত সাপ। ছবি : সংগৃহীত
ভারতের উড়িষ্যার ময়ূরভঞ্জের ধনপুর গ্রামে বিরল প্রজাতির উড়ন্ত সাপ পাওয়া গেছে। ‘ওরনেট ফ্লাইং স্নেক’ প্রজাতির এই সাপ বিষাক্তও বটে।
গত শনিবার দুপুরে তিন ফুট লম্বা সাপটি একটি সাইকেলের পেছনের দিকে লুকিয়ে ছিল। পরে সিমলিপাল টাইগার রিজার্ভ দলের তিন সদস্য এসে সাপটিকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছেন।
সিমলিপাল টাইগার রিজার্ভের প্রাণী উদ্ধার দলের প্রধান কৃষ্ণচন্দ্র গোচ্ছায়াত উড়িষ্যার সান টাইমস পত্রিকাকে বলেন, ‘ভারতে এ প্রজাতির সাপ খুবই বিরল। আমরা প্রথমবারের মতো উড়ন্ত সাপ দেখেছি।’
উড়ন্ত সাপ আসলে আকাশে উড়তে পারে না। এরা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়। সাপের এ ধরনের লাফিয়ে চলাকে ‘গ্লাইডিং’ বলে।
দেখে নিন উড়ন্ত সাপের ভিডিও