এই শর্তে রাজনীতিতে নামতে চান কঙ্গনা

নিজের ফ্যাশন এবং ইচ্ছেমতো চলার স্বাধীনতা পেলে ভারতীয় রাজনীতিতে যোগ দিবেন বলে জানান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি মুম্বাইয়ের এক সভায় রাজনীতিতে নিজের আগ্রহ ও সক্রিয় হওয়ার গোপন ইচ্ছে প্রকাশ করেন তিনি।
কঙ্গনা বলেন, ‘আমি মনে করি, রাজনীতিটা খুব ভালো একটা ক্ষেত্র। তবে রাজনীতির একটা দিক আমার খুব অপছন্দের। রাজনীতিকদের পোশাক পরার ধরনটা আমার ঠিক পছন্দের নয়। আমি যে রকম পোশাক পরি আর যে রকম মুখের ওপর কথা বলি সেই স্বাধীনতা পেলে আমি নিশ্চয়ই রাজনীতিতে নামতে পারি। আমার মনে হয়, অনেক রাজনৈতিক দলই আমাকে তাদের সঙ্গে চাইবে।’
সভায় কঙ্কনা জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরাগী। মোদির সাফল্যের কাহিনী তাঁকে উদ্বুদ্ধ করে।
কঙ্গনা আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকেরই একজন যথার্থ রোল মডেল থাকা দরকার। একজন সাধারণ মানুষের বড় হওয়া নির্ভর করে তাঁর ইচ্ছের ওপর। আমাদের এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি এক সময় চা বিক্রি করতেন। তাই আমি তাঁর জয়কে সাধারণ জয় বলব না। এটা আমাদের গণতন্ত্রের জয়। আমি মনে করি, মোদিজি একজন যথার্থ রোল মডেল।’