ভারতে গো-মাংস ব্যবসায়ীকে হত্যায় ১১ জনের যাবজ্জীবন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক মুসলিম গরুর মাংস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার দায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঝাড়খণ্ডের রামগড় জেলার আদালত এ রায় ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার রামগড়ের সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার বলেন, ‘দ্রুত বিচার আদালত গতকাল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’
গোমাংস পরিবহনের জন্যে গত বছর ৫৫ বছর বয়সী আলিমুদ্দিন আনসারীকে পিটিয়ে হত্যা করেছিল কট্টর হিন্দুদের একটি দল। এ হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। যে ১১ জনের সাজা হয়েছে তাদের বাদে বাকি একজনের ব্যাপারে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।
নিহত আলিমুদ্দিন আনসারীর ছেলে বলেছেন, আদালতের রায়ে তার পরিবার সন্তুষ্ট। তবে রাজ্য সরকারের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ না পাওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংস খাওয়া, রাখা বা বিক্রি করার কারণে মুসলমানদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
সম্প্রতি এ ধরনের হামলায় দেশটিতে প্রায় ১২ জন নিহত হয়। কিন্তু এই প্রথম এ ধরনের ঘটনায় কাউকে শাস্তি দেওয়া হলো।
আইনজীবী সুশীল কুমার সুকলা বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তির আবেদন করেছিলাম।’ আরেকজন কিশোর বয়সী হওয়ায় আদালত তার ব্যাপারে রায় দেননি।
নিহত আনসারির স্ত্রী মরিয়ম খাতুন বলেন, স্বামীকে হারিয়ে তারা শোকাহত। তবে এ ধরনের রক্তপাত তিনি আর চান না। তিনি পরিবার ও সমাজে শান্তিতে থাকতে চান।