হাতিকে ‘ধূমপান’ করতে দেখেছেন ? ভিডিওতে দেখুন

মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা জন্তুকে ধূমপান করতে দেখেছেন? নিশ্চয়ই না। তবে ভারতের কর্ণাটক রাজ্যে হাতির ‘ধূমপান’ করার এমনই বিস্ময়কর দৃশ্য দেখা গেছে।
এই দৃশ্যটির ভিডিও করা হয়েছে। ভিডিওটি ধারণ করা হয়, কর্ণাটকের জাতীয় পার্কে। আগের দিন পার্কটিতে আগুন ধরানো হয়েছিল। ভিডিওতে দেখা যায়, পোড়া জঙ্গলে কাঠকয়লাগুলো থেকে হাতিটি কিছু একটা মুখে নিচ্ছে।পর মুহূর্তে ধোঁয়া বের করে দিচ্ছে মুখ থেকে।
ভিডিওটি ধারণ করেছিলেন ভারতের বণ্যপ্রাণী সংরক্ষণ সংগঠনের সহকারী পরিচালক বিনয় কুমার। ভিডিওটি ২০১৬ সালের এপ্রিলে ধারণ করা হলেও মাত্র তিনদিন আগে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বিনয় কুমার বলেন, ভিডিওতে মাদী হাতিটির বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে ছিল।
এই সংগঠনের বিজ্ঞানী ও হাতিবিষয়ক বিশেষজ্ঞ ড. বরুণ গোস্বামী বলেন, ‘হাতিটি জ্বলন্ত কাঠকয়লা থেকে কিছু শুষে নেওয়ার চেষ্টা করছিল। এরপর সে ছাইসহ ধোঁয়া বের করে দেয়।
বরুণ গোস্বামীর কথা অনুযায়ী, কাঠকয়লাতে কোনো পুষ্টি উপাদান থাকে না। কিন্তু এর ঔষধি গুণাবলী কারণে অনেক সময় প্রাণীরা এসব নিতে আগ্রহী হয়। এমনকি কাশি সারাতেও এটি উপকারী। তাই, বনে আগুন লাগলে বা পরিকল্পিতভাবে আগুন লাগানো হলে সেই অংশের প্রতি বন্যপ্রাণীদের একটা আগ্রহ থাকে।
বরুণ গোস্বামী এনডিটিভিকে জানান, এই ধরনের ঘটনা তিনি প্রথম দেখলেন।