৭ বছর বয়সেই পুলিশ পরিদর্শক!

পরনে খাকি পোশাক। মুখে চাপা হাসি নিয়ে স্যালুট জানাল পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের। এরপর টেবিলে বসে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ল মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে নিযুক্ত নতুন পরিদর্শক অর্পিত মণ্ডল। বয়স তার মাত্র সাত!
গত বৃহস্পতিবার একদিনের জন্য পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় অর্পিতকে।
সাত বছর ছোট শিশু অর্পিতের স্বপ্ন ছিল, বড় হয়ে পুলিশ কর্মকর্তা হওয়ার। কিন্তু এই বড় হওয়ার আগেই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয় সে। আর তাই অর্পিতের স্বপ্নপূরণে তার পাশে এসে দাঁড়িয়েছে মুম্বাই পুলিশ ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
অর্পিতের ইচ্ছা পূরণ করতে মাত্র একদিনের জন্য তাকে পুলিশের ইন্সপেক্টর পদে নিযুক্ত করা হয়। মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে একদিন কাজও করে সে।
মুম্বাই পুলিশ ও স্থানীয় সংবাদ সংস্থা এএনআই খাকি পোশাক পরা অর্পিতের বেশ কিছু ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, ‘যে ক্যানসারের মতো মরণব্যাধি রোগকেও ভয় পায় না, সে অবশ্যই পুলিশের পরিদর্শক হওয়ার যোগ্য। ছোট অর্পিতের সাহসিকতায় আমরা মুগ্ধ। যদি পারতাম, তার সব ইচ্ছা আমরা পূরণ করতাম।’
টুইটার বার্তায় মুম্বাই পুলিশের পাশাপাশি আরো অনেকেই সাত বছর বয়সী সাহসী বালক অর্পিতের দ্রুত আরোগ্য কামনা করেন। অনেকে আবার মুম্বাই পুলিশের এমন উদ্যোগের প্রশংসাও করেন।
মুম্বাই পুলিশ এবং ‘মেক-আ-উইশ ইন্ডিয়া’ নামক একটি বেসরকারি সংস্থার (এনজিও) সহায়তায় অর্পিতের এই স্বপ্ন পূরণ করা হয়। সংস্থাটি এমন অসুস্থ শিশুদের ইচ্ছাপূরণে সাহায্য করে থাকে।
এর আগে এ সংস্থার উদ্যোগে ২০১৫ সালে ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী এক শিশুর পুলিশ অফিসার হওয়ার স্বপ্নপূরণ করেছিল মুম্বাই পুলিশ।