পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৬ ঘণ্টা বনধ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাম দলের ডাকা ছয় ঘণ্টার বনধে (ধর্মঘট) কোনো প্রভাব পড়ল না। আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনধ ডাকে বামফ্রন্ট।
পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না বলে অভিযোগ এনে এই বনধের ডাক দেয় বামফ্রন্ট।
সরেজমিনে দেখা যায়, কলকাতাসহ রাজ্যের বেশিরভাগ জায়গায় যান চলাচল স্বাভাবিক ছিল। কলকাতা ও জেলার বিভিন্ন স্থানে বনধের সমর্থনে মিছিল করেছে বামফ্রন্ট। অনেক জায়গায় রাস্তা অবরোধও করেন বনধ সমর্থনকারীরা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক জায়গায় পুলিশের টহলদারি ছিল। রাজ্যের বেশ কিছু জেলায় বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বনধ সমর্থনকারীদের হটাতে লাঠিপেটাও করেছে পুলিশ।
অন্যদিকে, সকাল থেকে বনধের বিপক্ষে রাজ্যের নেতামন্ত্রীরাও রাস্তায় নেমে পড়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে, বনধে কোনো সরকারি কর্মী অফিসে না এলে তার একদিনের বেতন কেটে নেওয়া হবে। ফলে এদিন অফিস-আদালতে স্বাভাবিক নিয়মেই ছিল হাজিরা। স্কুল-কলেজও খোলা ছিল রাজ্যের বিভিন্ন এলাকায়। বনধের সময় কলকাতা ও জেলায় দোকানপাট খোলা ছিল। শিয়ালদহ এবং হাওড়া থেকে নির্দিষ্ট সময়েই লোকাল ও দূরপাল্লার ট্রেন ছেড়েছে।
এ ছাড়া ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলেও। সকাল থেকেই রাজ্যের ব্যারাকপুর, দুর্গাপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। একই অবস্থা শিলিগুড়িতেও। দোকানপাটসহ স্কুল-কলেজ সেখানেও খোলা রয়েছে।