১৬ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করল বিএসএফ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের উজাল এলাকা থেকে ১৬ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উদ্ধার হওয়া বাংলাদেশি টাকার ভারতীয় মুদ্রায় মূল্য ১২ লাখ ৫৮ হাজার ৪৬৬ রুপি। এ সময় প্রচুর পরিমাণ জামা ও প্যান্টের কাপড় উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৩০০ রুপি।
গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার গভীর রাতে এসব উদ্ধার করে বিএসএফ। পরে উদ্ধার হওয়া বাংলাদেশি টাকা ও কাপড় হিলি সীমান্তের শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
গতকাল সোমবার বিকেলে বিএসএফের উত্তরবঙ্গের মহাপরিদর্শকের (আইজি) পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।
বিএসএফ জানায়, হিলি সীমান্তের উজাল এলাকায় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের জওয়ানরা গত রোববার রাত ১১টার দিকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। এরপর তাঁদের ধাওয়া করতেই তাঁরা পালিয়ে যান। পরে জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে সীমান্তের কাঁটাতারের ধারে জঙ্গলের মধ্যে পড়ে থাকা একটি বস্তা থেকে বিপুল পরিমাণে বাংলাদেশি টাকা ও জামা-প্যান্টের কাপড় উদ্ধার করেন।
বিএসএফের ধারণা, সোনার বিনিময়ে পাচারকারীদের বাংলাদেশি টাকা ও কাপড় দেওয়ার কথা ছিল।