ভারতে নোট সংকট, এটিএমে ঝোলানো ‘নো ক্যাশ’

ভারতে আবারও দেখা দিয়েছে নোটের সংকট। দেশটির একাধিক রাজ্যের ব্যাংকের এটিএম বুথে মিলছে না অর্থ। এটিএম বুথে দিনের পর দিন ধরে ঝোলানো রয়েছে ‘নো ক্যাশ’ সাইনবোর্ড।
রুপি না পেয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কবে এটিএমগুলো সচল হবে তাও বলতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছে।
ভারতের আসাম, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের শহরের এটিএম বুথে পাওয়া যাচ্ছে না রুপি। এমনকি রাজধানী দিল্লির বহু এটিএমেও রুপি মিলছে না বলে অভিযোগ উঠেছে।
যেসব এটিএম বুথে রুপি পাওয়া যাচ্ছে, সেখানে গ্রাহকদের লম্বা লাইন ধরছেন। এটিএম বুথে নজর রাখছেন গ্রাহকরা। অপেক্ষা করছেন কখন রুপি রাখার জন্য এটিএমে বুথে ব্যাংক থেকে গাড়ি আসবে। রুপি ফেলার সঙ্গে সঙ্গেই তা খালি করে ফেলছেন গ্রাহকরা। ফলে নতুন করে নোট সংকট দেখা দিচ্ছে।
এই সমস্যার প্রেক্ষিতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এটিএম থেকে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে অর্থ তোলার কারণেই এই নগদ সংকট দেখা দিয়েছে অধিকাংশ রাজ্যে। সম্প্রতি একের পর এক উৎসবের কারণে এটিএমগুলো থেকে বেশি পরিমাণ অর্থ তোলায় এই সংকট।
একই পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যেও। সেখানে এটিএমে রুপি না পেয়ে কুপওয়ারা জেলায় একটি এটিএম ভাঙ্গচুর করে উত্তেজিত জনতা।
পরিস্থিতি মোকাবিলায় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রনালয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বসেন। অবিলম্বে ভারতের বিভিন্ন এটিএম বুথে অর্থ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি জানিয়েছেন, ভারতে পর্যাপ্ত রুপি আছে। চিন্তার কোনো কারণ নেই। এই সংকট সাময়িক। তবে এই সংকট কত দিনে সমাধান হবে তা অবশ্য সুনিশ্চিত করে জানাতে পারেননি তিনি।