মহাভারতের যুগে ভারতে ইন্টারনেট ছিল!

মহাভারতের যুগেও নাকি ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল! এমনটাই দাবি করেছেন ভারতের বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরা রাজ্যের আগরতলায় এক অনুষ্ঠানে বিপ্লব দেব বলেন, ‘অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্ত কয়েক লাখ বছর আগে ভারতেই ইন্টারনেট আবিস্কার হয়েছিল।’
বিপ্লব দেব দাবি করেছেন, আমেরিকা বা অন্যান্য পশ্চিমা দেশে নয়, ভারতেই আবিষ্কার হয়েছিল ইন্টারনেট ও স্যাটেলাইট। যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই বক্তব্য নিয়ে এরইমধ্যে সামাজিক মাধ্যমে হাসি ঠাট্টা ও কটাক্ষের ঢেউ উঠেছে।
তবে সেসব পাত্তা দিতে চান না তিনি। বিপ্লব দেব তাঁর যুক্তিতে বলেন, ইন্টারনেট না থাকলে মহাভারতের কাহিনী অনুযায়ী অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তাঁর রাজপ্রাসাদে বসে কী করে কুরুক্ষেত্রে যুদ্ধের বিস্তারিত তথ্য সঞ্জয়ের চোখ দিয়ে দেখেছিলেন? তার মানে কোনও একটা প্রযুক্তি ওই সময়ে কাজ করতো। যে কারণে ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ সেই সময় ছিল বলেই মনে হয় আমার।’
বিপ্লব দেব আরও বলেন, ‘যেসব দেশ আজ নিজেদের প্রযুক্তিগতভাবে অগ্রসর বলছে, তাঁরা আসলে ভারতের মেধা ধার করে নিজেদের সফটওয়্যার শক্তিশালী করেছে।’ তিনি বলেন, ‘আমার এমন দেশে জন্ম হয়েছে সেখানে ওই সময়ে এমন উন্নত প্রযুক্তি ছিল। এজন্য আমি গর্বিত।’
অবশ্য এই ধরনের বক্তব্য বিপ্লব দেব শুধু একাই নন, বিজেপির বিভিন্ন নেতা-নেত্রী নানা সময়ে এমন চমকে দেওয়া মন্তব্য করে শিরোনামে এসেছেন। যেমন কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বকে চ্যালেঞ্জ করে বলেন, ‘মানুষ পৃথিবীর বুকে এসেছিল মানুষ হয়েই। আমাদের পূর্বপুরুষেরা কেউ মুখে বা লিখিত ভাবে বলে যাননি যে তাঁরা বানরকে মানুষে রূপান্তরিত হতে দেখেছেন।’