ভাইরাল ভিডিও দেখে ৪০ বছর পর পরিবার পেল তাঁকে

ইউটিউবে ছড়িয়ে পড়া (ভাইরাল) ভিডিও দেখে এক ব্যক্তিকে খুঁজে পেয়েছে তাঁর পরিবার। ১৯৭৮ সালে ২৬ বছর বয়সে ভারতের মনিপুর রাজ্য থেকে হারিয়ে যান খোমদ্রাম গম্ভীর সিং। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
এরপর তিন হাজার ৩০০ কিলোমিটার দূরে মুম্বাইয়ের রাস্তায় গম্ভীর সিংকে দেখা যায়, তিনি হিন্দি গান গাইছেন আর ভিক্ষা করছেন। আর এই ভিডিও ইউটিউবে দেখতে পান পরিবারের সদস্যরা।
বর্তমানে ৬৬ বছর বয়সী গম্ভীর সিংকে খুঁজতে সহায়তা করেছে মনিপুর ও মুম্বাইয়ের পুলিশ। বৃহস্পতিবার তাঁকে মনিপুরে ফিরিয়ে আনা হয়।
গম্ভীর সিংয়ের ভাই খোমদ্রাম কুলচন্দ বলেন, ‘আমার ভাইপোরা ভিডিওটি দেখালে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাঁকে আবার জীবিত দেখব, এই আশা ছেড়ে দিয়েছিলাম।’
গত বছরের অক্টোবরে ফিরোজ শাক্রি নামের এক আলোকচিত্রী গম্ভীরের ভিডিও ধারণ করে ইউটিউবে ছেড়ে দেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তিনি (গম্ভীর সিং) পুরোনো হিন্দি গান গেয়ে ভিক্ষা করছিলেন।’ ফিরোজের বাড়িও মনিপুরে।
মনিপুরের রাজধানী ইম্ফল থেকে মুম্বাই পুলিশের কাছে একটি ছবি পাঠানো হয়। ঘটনাক্রমে বান্দ্রার উপকণ্ঠে তাঁকে খুঁজে পাওয়া যায়।
পুলিশ পরিদর্শক পণ্ডিত থ্যাকারে বিবিসিকে বলেন, ‘আমরা তাঁকে রেলস্টেশনের বাইরে খুঁজে পাই। সে সময় তাঁর অবস্থা খুব করুণ ছিল।’
পরিদর্শক জানান, গম্ভীর সিং বলেছেন, তিনি ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন। ১৯৭৮ সালে বিয়ের কয়েক মাস পর তিনি বাড়ি ছেড়ে চলে যান। কারণ, তিনি খুশি ছিলেন না। এর পর থেকে তিনি দিনমজুরের কাজ করে বা ভিক্ষা করে রোজগার করেছেন।
গম্ভীরকে পাওয়ার পর ইম্ফলে একটি ফটো পাঠানো হয়। থ্যাকারে বলেন, ‘আমরা তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা বলি এবং গম্ভীর সিং তাঁর ছোট ভাইয়ের সঙ্গে কথা বলেন।’ মুম্বাই পুলিশ এই পুনর্মিলনের ঘটনা টুইটারে জানিয়ে উদযাপন করেছে।