বটগাছ বাঁচাতে স্যালাইন!

তিন একর জায়গা জুড়ে বিশাল এক বটগাছ। বয়স প্রায় সাতশো বছর হবে। শেকড়গুলোও ছড়িয়ে পড়েছে বহুদূর পর্যন্ত। বয়সের ভারে ছড়িয়ে পড়া ডালপালাগুলোও মাটি ছুঁইছুঁই করছে।
আর এই ডালপালাগুলোতেই দেওয়া হচ্ছে স্যালাইন! আসলে স্যালাইন নয়, স্যালাইনের মতো করে গাছটিতে দেওয়া হচ্ছে কীটনাশক। দক্ষিণ ভারতের তেলেঙ্গানার এই বিরল গাছটিকে বাঁচাতেই নাকি এই অভিনব পন্থা!
বিবিসি জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বটগাছটি বর্তমানে উইপোকার কবলে মারাত্মক হুমকির মুখে পড়েছে।
পোকার আক্রমণ থেকে বাঁচাতে তাই গাছটিতে ফোটায় ফোটায় কীটনাশক দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রান্ডুরাঙ্গা রাও বলেন, ‘আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। গাছটি যাতে পড়ে না যায়, সেজন্যে সিমেন্টের প্লেট দিয়ে এর শাখাগুলো আটকে রাখা হয়েছে।’ গাছটিকে সার দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
নতুন করে যাতে পোকার সংক্রমণ না ঘটে তাই, গাছের শেকড়েও পাইপ দিয়ে দেওয়া হচ্ছে কীটনাশক।
সরকারি আরেক কর্মকর্তা স্থানীয় এক গণমাধ্যমে বলেন, ‘গাছটির যেসব জায়গায় উইপোকার সংক্রমণ ঘটেছে, সেসব জায়গায় আমরা ফোটায় ফোটায় কীটনাশক দিচ্ছি। স্যালাইনের মতো করে। আমাদের ধারণা এতে কাজ হবে।’
এদিকে, এমন অভিনব ঘটনায়, গাছটিকে দেখতে এখন দেশ বিদেশ থেকে আসছেন বহু পর্যটক।
জানা যায়,গত বছরের ডিসেম্বর মাসে কর্তৃপক্ষের চোখে পড়ে, যে গাছটির ডালপালা ভেঙে পড়ছে। তারপর থেকে সেখানে পর্যটকদের যাওয়া আসাও বন্ধ করে দেওয়া হয়।
বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, উইপোকার আক্রমণে গাছটি প্রায় ঝাঝড়া হয়ে গেছে। অনেক পর্যটক ডালপালা ধরে দোল খাওয়ার কারণেও গাছটি অনেক নুয়ে পড়েছে বলেও তাঁরা জানান।