৮ মাসের সন্তানকে হত্যা করে পাশেই ঘুমিয়ে ছিলেন মা!

আট মাস বয়সী শিশু সন্তানকে হত্যা করেছেন ভারতের এক নারী।
হত্যার পর প্রথমে শিশুটির জিহ্বা কাটেন ওই মা, তারপর টুকরো টুকরো করে ফেলেন শিশুটির দেহ। এরপর রক্তাক্ত সন্তানের পাশে চুপচাপ ঘুমিয়ে পড়েন তিনি।
গতকাল শুক্রবার ভারতের দিল্লির আমান বিহার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই।
ঘটনার সময় শিশুটির বড় দুই বোন তাদের দাদীর কাছে বেড়াতে গিয়েছিল। আর বাবা গিয়েছিলেন কাজে। রাতে কাজ থেকে ফিরে বাড়িতে এসে তিনি দেখতে পান এই দৃশ্য।
দিল্লির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন,‘মহিলাটির স্বামী যখন বাড়ি ফিরলেন, দেখলেন তিনি শিশুটির পাশেই ঘুমিয়ে ছিলেন।’
পুলিশ জানিয়েছে, ওই মা নয়া দিল্লির লেডি হার্ডিঞ্জ হাসপাতালে মানসিক রোগের জন্যে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। আর তিনি যে সুস্থ নন তাঁর প্রমাণ ঠাণ্ডা মাথায় শিশু সন্তানকে হত্যা করে তাকে পাশে নিয়েই ঘুমিয়ে পড়া।