বাড়িতে শৌচাগার না থাকায় ৬০০ কর্মচারীর বেতন বন্ধ

বাড়িতে শৌচাগার না থাকায় বেতন আটকে দেওয়া হলো প্রায় ৬০০ সরকারি কর্মচারীর। ভারতশাসিত জম্মু-কাশ্মীর রাজ্যের কিস্টোয়ারে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, জম্মুর কিস্টোয়ার এলাকায় প্রায় ৬০০ সরকারি কর্মচারীর বাড়িতে শৌচাগার নেই। খোলা জায়গায় শৌচকর্ম সারেন ওই সব সরকারি কর্মচারীর পরিবার।
সম্প্রতি কিস্টোয়ারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (উন্নয়ন) অনিল কুমার চান্ডেইন এমন প্রতিবেদন পেশ করেছেন। এতে তিনি জানিয়েছেন, কিস্টোয়ারের বিভিন্ন ব্লকের প্রায় ৬০০ সরকারি কর্মীর বাড়িতে শৌচাগার নেই। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিস্টোয়ারের জেলা উন্নয়ন কমিশনার আংরেজ সিংহ রানা এই পদক্ষেপ নিয়েছেন।
আংরেজ সিংহ রানা জানিয়েছেন, এ ধরনের ঘটনা লজ্জার। সরকারি কর্মচারীর বাড়িতে শৌচাগার না থাকায় বদনাম হয় সরকারের। সরকারি কর্মী হিসেবে একজন সরকারি কর্মীর আচরণ অন্যদের কাছে অনুসরণযোগ্য হওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে এ ধরনের ঘটনার নিন্দা করার মতো ভাষা নেই।
স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে নিজস্ব বাড়িতে শৌচাগার নির্মাণের ক্ষেত্রে জম্মু-কাশ্মীর রাজ্য ৭১ দশমিক ৯৫ শতাংশ লক্ষ্য পূরণ করে ফেলেছে। কিস্টোয়ারে এরই মধ্যে এ প্রকল্পে সাফল্যের হার ৫৭ দশমিক ২৪ শতাংশ। লাদাঘের লেহ ও কার্গিল এবং দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান ও শ্রীনগর জেলা এরই মধ্যে খোলা স্থানে শৌচাগারমুক্ত বলে ঘোষিত হয়েছে। চলতি মাসের শেষের দিকেই খোলা স্থানে শৌচাগারমুক্ত জেলা হিসেবে তকমা পেতে চলেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও পুলওয়ামা জেলা। ফলে জম্মু-কাশ্মীরে এই সাফল্যের খতিয়ানে কিস্টোয়ারে সরকারি কর্মীদের বাড়িতে শৌচাগার না থাকায় অবশেষে বেতন আটকে দিয়ে ওই সমস্ত সরকারি কর্মচারীর বাড়িতে যাতে অবিলম্বে শৌচাগার হয়, সেই চাপ সৃষ্টি করল প্রশাসন।