ধর্ষকের শাস্তি : কী আছে ভারতের নতুন আইনে?

ধর্ষকের শাস্তি কেমন হবে তা নিয়ে নতুন একটি আইন প্রণয়ন করেছে ভারত সরকার। গতকাল শনিবার আইন প্রণয়নের পর আজ রোববারই এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
গতকাল শনিবার আইনটি সংশোধন করে অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের অপরাধ আইন (সংশোধনী) অধ্যাদেশ অনুসারে এখন থেকে এই ধরনের মামলার জন্য নতুন ফাস্ট ট্র্যাক আদালত তৈরি হবে। তদন্তের জন্য থানা এবং সমস্ত হাসপাতালগুলোতে বিশেষ ফরেনসিক কিট দেওয়া হবে।
এই আইনে বিচারের আবেদন এবং তদন্তের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ধর্ষণ মামলার দুই মাসের মধ্যে পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করতে হবে।
১৬ বছরের নীচে কোন মেয়েকে ধর্ষণ বা গণধর্ষণ করলে অভিযুক্তরা কোনভাবেই আগাম জামিন পাবেন না বলেও এই আইনে উল্লেখ করা হয়েছে।
নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, ১২ বছরের নিচে শিশু ধর্ষণের শাস্তি নির্ধারণ করা হয়েছে মৃত্যুদণ্ড। ১২ থেকে ১৬ বছর পর্যন্ত মেয়েদের ধর্ষণের জন্যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। যে কোন ধর্ষণের ক্ষেত্রে নূন্যতম সাজা সাত বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।