পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের গড়চিরৌলি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়।
মহারাষ্ট্রের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শরদ শেলার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে গড়চিরৌলি জেলার ভামড়াগড়ের তাড়গাও জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এই অভিযানে অংশ নেন গড়চিরৌলি জেলার বিশেষ কমব্যাট ইউনিট সি-৬০ এজ কমান্ডোরা।
এই সংঘর্ষে নিহত ১৪ জন মাওবাদীর মধ্যে দুই জনকে শনাক্ত করা গেছে। এঁরা হলেন, জেলাস্তরের কমান্ডো সাইনাথ ও সাইনু।
পুলিশ জানিয়েছে, জঙ্গলে এখন কেন্দু পাতা তোলার মওসুম। এই কেন্দু পাতার ঠিকাদারদের কাছ থেকে তোলা বা চাঁদা আদায়ের লক্ষ্যেই মাওবাদীরা এসেছিলো জঙ্গলে। এটাই মাওবাদীদের রোজগারের একটা বড় উৎস। গতকাল শনিবার রাতে তারা জঙ্গলে ঢোকে বলে পুলিশের কাছে খবর যায়। এরই ভিত্তিতে আজ সকাল থেকে চলে অভিযান।
মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সতীশ মাথুর জানিয়েছেন, গত কিছুদিনের মধ্যে মাওবাদীদের বিরুদ্ধে চালানো এটাই সবচেয়ে বড় অভিযান।