সাপের বিষ নামাতে গোবরচাপা!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বুলন্দনগর এলাকায় সাপে কাটা এক নারীর বিষ নামাতে গোবরচাপা দেওয়া হয়। এতে মারা যান ওই নারী। গোবরে বাঁচিয়ে তোলার ক্ষমতা রয়েছে এমন বিশ্বাস থেকেই এই কাজটি করা হয়।
নিহত নারীর নাম দেবন্দ্রী (৩৫)। তিনি বুলন্দনগর এলাকার বাসিন্দা।
জানা গেছে, সম্প্রতি সকালে মাঠে কাঠ সংগ্রহ করতে যান দেবন্দ্রী। সেখানে তাঁকে সাপে কাটে। সঙ্গে সঙ্গে দেবন্দ্রী বাড়িতে এসে তাঁর স্বামীকে জানান।
এরপর দেবন্দ্রীর স্বামী স্থানীয় এক ওঝাকে ডেকে আনেন। সেই ওঝা জানান, গোবর হচ্ছে পবিত্র। গোবরের ক্ষমতা রয়েছে সব বিষ শোধন করে নেওয়ার। সারা শরীরে গোবর মাখিয়ে শুয়ে রাখলে সুস্থ হয়ে যাবেন দেবন্দ্রী। এরপর ওঝার কথায় বিশ্বাস করে দেবন্দ্রীর সারা শরীরে গোবর দিয়ে ঢেকে ফেলা হয়।
জানা যায়, ওঝার ওই কেরামতিতে স্থানীয়রা আপত্তি করলেও কারও কথাই কানে তোলেননি দেবন্দ্রীর স্বামী। প্রতিবেশীরা দেবন্দ্রীকে বারবার হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঝুড়ি ঝুড়ি গোবর এনে দেবন্দ্রীর সারা শরীরের উপর স্তুপ করেন। ঘণ্টাখানেক গোবরের স্তুপের নিচে রাখার পর মারা যান দেবন্দ্রী।
এদিকে ঘটনার পর থেকেই এলাকা থেকে পালিয়ে গেছেন ওই ওঝা। গোবরের কেরামতি দেখতে দেবন্দ্রীর বাড়িতে লোকজন ভিড় করেন।