বিতর্কিত মন্তব্য : ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ডেকেছেন মোদি

দায়িত্ব নিয়েই একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ডেকে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ এক নেতা জানিয়েছেন, আগামী ২ মে দিল্লিতে নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
গত মার্চ মাসেই টানা ২৫ বছর ক্ষমতায় থাকা সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্টকে পরাজিত করে রাজ্যে ক্ষমতার দখল নিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি। এর পরই তরুণ বিপ্লব দেব রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পান।
মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার কয়েক দিন পরই বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন। গত ১৮ এপ্রিল এক অনুষ্ঠানে বিপ্লব দেব বলেন, ‘অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু কয়েক লাখ বছর আগে ভারতেই ইন্টারনেট আবিষ্কার হয়েছিল।’
বিপ্লব দেব তাঁর যুক্তিতে বলেন, ইন্টারনেট না থাকলে মহাভারতের কাহিনী অনুযায়ী অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তাঁর রাজপ্রাসাদে বসে কী করে কুরুক্ষেত্রে যুদ্ধের বিস্তারিত তথ্য সঞ্জয়ের চোখ দিয়ে দেখেছিলেন? তার মানে কোনো একটা প্রযুক্তি ওই সময়ে কাজ করত। যে কারণে ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ সে সময় ছিল বলেই মনে হয় আমার।’
এর এক সপ্তাহ পরেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা নিয়ে মন্তব্য করে ফের সংবাদ শিরোনামে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। গত ২৬ এপ্রিল তিনি বলেন, ‘ডায়ানা হেডেন কী করে বিশ্বসুন্দরী হলেন? ডায়ানা হেডেনের সৌন্দর্যের মাথামুণ্ডু আমি বুঝি না।’
বিপ্লব দেব আরো বলেন, ‘পূর্বনির্ধারিত সবকিছু মেনেই বিশ্বসুন্দরীর মুকুট কারো মাথায় পরিয়ে দেওয়া হয়। তা না হলে ডায়ানা হেডেন বিশ্বসুন্দরীর মুকুট জিততে পারতেন কি না তা নিয়েও প্রশ্ন আসে।’
১৯৯৭ সালে আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়ী হন ভারতের ডায়ানা হেডেন। তাঁরও আগে ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জিতেন ঐশ্বরিয়া রাই। বিপ্লব দেব বলেন, ‘যারা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করে, তারা এক একজন কসমেটিকস মাফিয়া। নিজেদের ব্যবসা প্রসারিত করতেই তাঁদের এই পন্থা।’
সর্বশেষ গতকাল রোববার ত্রিপুরার মুখ্যমন্ত্রী তরুণদের সরকারি চাকরির পেছনে না ছুটে পান-বিড়ির দোকান খুলে বসার পরামর্শ দেন। তিনি বলেন, নিজেদের অমূল্য সময় নষ্ট করে সরকারি চাকরির জন্য বিভিন্ন রাজনৈতিক নেতার পেছনে না ছুটে অন্যভাবে পয়সা রোজগারের চিন্তা করা উচিত। সরকারি চাকরির বিকল্প হিসেবে তিনি তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়ে বলেন, ‘পানের দোকান খুলুন কিংবা গরু কিনে দুধ দুইয়ে রোজগার করুন। তাতে বছরে একজন ১০ লাখ রুপি পর্যন্ত রোজগার করতে সক্ষম হবেন।’
অবশ্য বিপ্লব দেব শুধু একাই নন, বিজেপির বিভিন্ন নেতা-নেত্রী নানা সময়ে এমন চমকে দেওয়া মন্তব্য করে শিরোনামে এসেছেন। যেমন কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বকে চ্যালেঞ্জ করে বলেন, ‘মানুষ পৃথিবীর বুকে এসেছিল মানুষ হয়েই। আমাদের পূর্বপুরুষরা কেউ মুখে বা লিখিতভাবে বলে যাননি যে তাঁরা বানরকে মানুষে রূপান্তরিত হতে দেখেছেন।’