শতাব্দী রায়ের সরকারি বাসভবনে চুরি

অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সরকারি বাসভবনে চুরি হয়েছে। ভারতের রাজধানী দিল্লির অভিজাত পান্ডারা পার্ক এলাকায় তাঁর সরকারি বাসভবনে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, শতাব্দী রায়ের দিল্লির ওই সরকারি বাসভবনের কেয়ারটেকার সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হরিদ্বারে যান। সেই সুযোগে গত রোববার রাতে সাংসদের ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। জানালার কাঁচ ভেঙে সর্বস্ব নিয়ে চোরের দল চম্পট দেয় বলে অভিযোগ। গতকাল সোমবার সকালে সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি হয়ে জম্মুতে যান শতাব্দী রায়। যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে নেমে তাঁর সরকারি বাসভবনে চুরি কথা জানতে পারেন তিনি। কিন্তু সময়ের অভাবে সরকারি বাসভবনে যেতে পারেননি তিনি।
এদিকে, খোদ দিল্লিতে সাংসদের বাসভবনে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দিল্লিতে সাংসদরা যে এলাকায় থাকেন সেটা হাই সিকিউরিটি জোন। তা সত্বেও সেখানে কীভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তদন্তে নেমে দিল্লি পুলিশ ঘটনাস্থল থেকে হাতের ছাপসহ অন্যান্য প্রমাণ সংগ্রেহ করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সরকারি বাসভবনের পাঁচটি আলমারি তছনছ করা হয়েছে। চোরের দল লাখ খানেক রুপি ও মোবাইল নিয়ে পালিয়েছে। সেই সঙ্গে শতাব্দী রায়ের সরকারি বাসভবনের একটি আলমারিতে কেয়ারটেকারের গয়না ছিল। সেই গয়নাও চুরি করে পালিয়েছে চোরের দল।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শতাব্দী রায় বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আমার বাসভবনের পাশেই থাকেন। ফলে জায়গাটি কড়া নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘেরা। তা সত্বেও সেভাবে আমার বাসভবনের জানালার কাঁচ ভেঙে চুরি করা হয়েছে তাতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’ বিষয়টি নিয়ে আগামী ৫ মে সংসদীয় বৈঠক সেরে দিল্লি ফিরে পুলিশের সঙ্গে তিনি যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন।