ভারতে শক্তিশালি ধূলিঝড়ে নিহত ৭৫

ভারতে পশ্চিম ও দক্ষিণ অংশে শক্তিশালী ধূলিঝড়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০০ জন । দেশটির উত্তর প্রদেশ ৪২ জন, রাজস্থানে ৩১ জন, উত্তরখণ্ডে দুজন, পাঞ্জাবে দুজন নিহত হয়েছে। এ ছাড়া পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে দেশটি। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।
উত্তর প্রদেশ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, চার জেলায় ৪২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৬ জন আগ্রায়, তিনজন বিজনোরে, দুজন শাহানপুরে এবং বেরিলিতে একজন নিহত হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ধূলিঝড়ে ক্ষতিগ্রস্ত চার জেলার ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক উদ্ধার কাজ করতে নির্দেশ দিয়েছেন। সেসব এলাকায় ত্রাণ দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, রাজস্থানের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধূলিঝড়ে ভারতপুর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে প্রাণ হারিয়েছে ১৬ জন। এর পাশের জেলা ধলপুরে নিহত হয়েছে নয়জন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এই ঝড় শুরু হয়। দুই ঘণ্টা ধরে চলা ঝড় ব্যাপক তাণ্ডব চালায়। এ ছাড়া আলওয়ারে চারজন, ঝুনঝুনু ও বিকানের এলাকায় একজন করে মারা গেছে। বেশির ভাগ ক্ষেত্রে বাড়ি ধসে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিছেন রাজ্যের কর্মকর্তারা।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করে এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি টুইটে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধারকাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতপুরে বিভাগীয় কমিশনার সুবির কুমার জানান, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা ও উপশমকেন্দ্র (ডিএমএমসি) থেকে জানানো হয়, রাজ্যের কুমায়ন বিভাগে কমপক্ষে দুজন নিহত হয়েছে এবং বেশ কয়েকস্থানে কয়েকজন আহত হয়েছে।
এই ধূলিঝড়ের কারণে তীব্র বৃষ্টিপাত হয়েছে দিল্লিতে। এর ফলে দেশটির রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এদিকে, পাঞ্জাবের পাটালিয়াতে বজ্রপাতে দুজন নিহত হয়েছে। এ ঝড়ে পাঞ্জাব, হরিয়ানা ও চান্দিগড়ে স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটে। এ ছাড়া হালকা বৃষ্টি পড়েছে কয়েকটি স্থানে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঝড়ের কারণে দুই বিমানবন্দরে ১৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।