রাহুল গান্ধীর বিয়ের খবর নাকি স্রেফ গুজব!

ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিয়ে করছেন, এমন প্রচার কয়েক দিন ধরে ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এটা নিয়ে রীতিমতো হৈহৈ শুরু হয়ে যায় চারদিকে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন, যার সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা বলে প্রচার চলছে, সেই অদিতি সিংহ। রাহুল গান্ধীর সঙ্গে বিয়ের প্রচার স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন উত্তর প্রদেশের রায়বেরিলি সদরের কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ।
অদিতি বলেন, ‘এ ধরনের গুজব রটায় আমি দুঃখ পেয়েছি। রাহুলজি আমার বড় ভাইয়ের মতো। আমি তাঁকে রাখি পরাই। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তারা আমার ও রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে আমার সঙ্গে রাহুল গান্ধীর বিয়ের মিথ্যা প্রচার শুরু করা হয়েছে। কর্ণাটকের ভোট প্রচারে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের বিভ্রান্ত করতেই এই ধরনের মিথ্যা প্রচার চালানো হচ্ছে।’
রাহুল গান্ধী ও অদিতি সিংহের পরিবারের লোকজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের মধ্যে বিয়ের জল্পনা শুরু হয়। অনেকে বলতে শুরু করে দেন, ছেলের বিয়ের দিন ঠিক করার জন্য অদিতির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন সোনিয়া গান্ধী। তবে এই বিষয়ে অদিতি সিংহ টুইট করে জানিয়েছেন, সম্প্রতি ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী রায়বেরিলি সফরে এলে ওই ছবিগুলো তোলা হয়। সেই ছবিকে কেন্দ্র করেই স্রেফ গুজব রটানো হচ্ছে।
কংগ্রেস বিধায়ক অদিতি সিংহর বাবা রায়বেরিলি সদর কেন্দ্রের পাঁচবারের কংগ্রেস বিধায়ক ছিলেন। ২০১৭ সাল থেকে রাজনীতিতে আসেন অদিতি সিংহ। দিল্লি ও যুক্তরাষ্ট্রের মিসৌরিতে পড়াশোনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে ডিগ্রি করা অদিতি কংগ্রেস সভাপতি রাহুলের বোন প্রিয়াঙ্কা ভদ্রর ঘনিষ্ঠ বলেই পরিচিত।