ছুটি না পেলে স্ত্রী ছেড়ে যাবে, লিখেছেন কনস্টেবল

‘চাকরিতে ছুটি না পাওয়ায় স্ত্রীর সঙ্গে দেখা হয়নি গত চার মাস। তাই এবার যদি ছুটি দেওয়া না হয়, তাহলে হয়তো স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে। স্ত্রী চাইছে ১০ দিন অন্তর যেন আমি বাড়ি যাই। স্ত্রী জানিয়েছে, ১০ দিন অন্তর বাড়ি না গেলে আর বাড়ি যাওয়ার দরকার নেই।’
ছুটির আবেদনে এমন কথাই লিখলেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর পুলিশ কনস্টেবল ধর্মেন্দ্র সিংহ। তিনি লক্ষ্ণৌর আগ্রা রোডের শাহগঞ্জে দায়িত্বরত।
লক্ষ্ণৌর অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ছুটির আবেদন জানিয়ে ধর্মেন্দ্র আরো লিখেছেন, ‘স্যার, আমার নতুন বিয়ে হয়েছে। আমার সব সময়ই স্ত্রীর কথা মনে পড়ে। যার ফলে কাজে ঠিকমতো মন দিতে পারি না। আমার বাড়ি যাওয়ার বিশেষ দরকার।’ এই চিঠি দেওয়ার পর ধর্মেন্দ্র আট দিনের ছুটি পেয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের নিয়ম অনুযায়ী একজন পুলিশের কনস্টেবল বছরে সাধারণত ৩০ দিনের ছুটি পান। প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাওয়ার কথা কনস্টেবলদের। কিন্তু কাজের চাপের কারণে অনেক ক্ষেত্রে সবাই ছুটি পান না। যে ছুটি না পাওয়ার কারণেই অগত্যা ধর্মেন্দ্র এ চিঠি লিখতে বাধ্য হন।