কর্ণাটক রাজ্য নির্বাচনে এগিয়ে বিজেপি

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে ভারতীয় জাতীয় কংগ্রেসকে অনেকটাই পেছনে ফেলে প্রাথমিকভাবে এগিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পাশাপাশি লড়াইয়ের ময়দানে রয়েছে এইচডি দেবগৌড়ার জনতা দল জেডি (এস)।
গত ১২ মে বিধানসভার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কর্ণাটক বিধানসভা নির্বাচনে মোট ২২৪টি আসনের মধ্যে ভোট গ্রহণ হয়েছে ২২২টি আসনে। দুটি আসনের ভোট গ্রহণ নির্বাচন কমিশন পিছিয়ে দিয়েছে। সে ক্ষেত্রে কর্ণাটকে সরকার গড়তে গেলে পেতে হবে ১১২টি আসন।
এর মধ্যে প্রাথমিক গণনায় বিজেপি ১১২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৯টি আসনে এবং জেডি (এস) এগিয়ে রয়েছে ৩৮টি আসনে। অন্যরা এগিয়ে রয়েছে তিনটি আসনে।
তবে ভোট গণনার শেষ রাউন্ড হতে এখনো অনেক দেরি। শেষ পর্যন্ত ফলাফলের সঠিক চিত্র কী আসবে, তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে।
এদিকে, কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিভিন্ন বুথের সমীক্ষা বলছে, এবারে ত্রিশঙ্কু হতে চলেছে কর্ণাটক বিধানসভা।
এরই মধ্যে কর্ণাটকের বেঙ্গালুরু, শিবমোজ্ঞায় এগিয়ে গেছে বিজেপি। শিকারপুরে এগিয়ে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা। চামুন্ডেশ্বরী ও বাদামিতে প্রথমে এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়েছেন কংগ্রেসের সিদ্ধেরামাইয়া। চামুন্ডেশ্বরী আসনে জেডি (এস) প্রার্থীর থেকে প্রায় ১১ হাজারের মতো ভোটে পিছিয়ে পড়েছেন সিদ্ধেরামাইয়া। বাদামি আসনেও পিছিয়ে পড়েছেন তিনি।
তবে বরুণ কেন্দ্রে এগিয়ে রয়েছেন সিদ্ধেরামাইয়ার ছেলে যতীন্দ্র। রামনগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন দেবগৌড়ার ছেলে এইচ ডি কুমারস্বামী।
ভারতের কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় গত শনিবার (১২ মে)। ফলাফলে কংগ্রেসকে পেছনে ফেলে প্রাথমিকভাবে এগিয়ে গিয়েছে বিজেপি।