বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা, নিহত ৬

টানা বৃষ্টিপাতে বন্যায় বিপর্যস্ত ভারতের ত্রিপুরা রাজ্য। গত চারদিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ত্রিপুরার অধিকাংশ জেলা। রাস্তাঘাটসহ গোটা যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যায় এরইমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিন হাজার পরিবারকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। বন্যার্তদের আশ্রয়ের জন্য করা হয়েছে মোট ৩৬টি আশ্রয়কেন্দ্র। ত্রিপুরার বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। রাজধানী আগরতলার বেশিরভাগ এলাকা প্লাবিত বলে জানা যায়।
জানা যায়, উত্তর ত্রিপুরার পার্বত্য এলাকাতেও পানির স্তর বাড়তে শুরু করেছে। সেখান থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। আসাম থেকে আগরতলা যাওয়ার জাতীয় সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বন্যাদুর্গতদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।