পশ্চিমবঙ্গে বঙ্গবন্ধুর নামে ভবন করতে চান মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘আমরা পশ্চিমবাংলায় নজরুল একাডেমি করেছি, নজরুল তীর্থ তৈরি করেছি। আগামী দিনে বঙ্গবন্ধুর নামেও একটি ভবন করতে চাই।’
আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনের সময় এসব কথা বলেন মমতা বন্দোপাধ্যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘রবীন্দ্র-নজরুলকে বাদ দিয়ে পশ্চিমবাংলা যেমন ভাবতে পারে না, ভারতবর্ষও ভাবতে পারে না, তেমনি বাংলাদেশও রবীন্দ্রনাথ ও নজরুলকে বাদ দিয়ে কিছু ভাবতে পারে না।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ছিল, আছে এবং থাকবে।’ তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আজ খুব মনে পড়ছে। পদ্মা মেঘনা গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্ক আজ নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।’
সংক্ষিপ্ত বক্তব্যের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় রমজান ও ঈদ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মানুষদের শুভেচ্ছা জানান।