ঝড় ও বজ্রপাতে ভারতে এক রাতে ৪৩ মৃত্যু

ভারতে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে এক রাতেই মারা গেছে ৪৩ জন। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। গতকাল সোমবার দিবাগত রাতে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারে ওই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দিবাগত রাতে ভারতের ওই তিন রাজ্যে প্রবল ঝড় বয়ে যায়। সেই সঙ্গে হয় বৃষ্টি ও বজ্রপাত। ওই ঘটনায় বিহারে ১৯ জন, উত্তরপ্রদেশে ১২ জন এবং ঝাড়খণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে।
ঝড় ও বজ্রপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের গয়া, কাটিহার, মুঙ্গেরে, নওয়াদা ও ঔরাঙ্গাবাদ জেলার বিভিন্ন অঞ্চল। এসব এলাকায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে কেবল বজ্রপাতেই মারা গেছে আটজন। বিপর্যস্তদের ত্রাণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
উত্তরপ্রদেশের উন্নাও, কানপুর ও রায়বেরিলিতে প্রবল ঝড় বৃষ্টি হয়। উত্তপ্রপ্রদেশের উন্নাওতে ঝড়ের তাণ্ডবে দেয়াল, বিদ্যুতের খুঁটি ও গাছ ভেঙে মারা গেছে চারজন। ওই জেলায় বজ্রপাতে মারা গেছে পাঁচজন। সেই সঙ্গে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।