‘ফুল তোলায়’ শাশুড়িকে চুল ধরে মারধর, ভিডিও ভাইরাল

বৃদ্ধা শাশুড়িকে চুলের মুঠি ধরে মারধর করার অপরাধে গ্রেপ্তার হয়েছেন এক নারী। যদিও পরে তিনি আদালত থেকে জামিন পেয়ে যান।
বৃদ্ধা শাশুড়িকে পুত্রবূধর বেধড়কভাবে মারধর করার ভিডিও গত বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়ে।
ভিডিওতে দেখা যায়, বয়সের ভারে নুইয়ে পড়া বৃদ্ধাকে অপর এক নারী চুলের মুঠি ধরে কিল, চড়, ঘুষি মারছেন। ভিডিওটি কলকাতা পুলিশের হাতে পৌঁছাতেই গ্রেপ্তার হন পুত্রবধূ স্বপ্না পাল। তিনি পশ্চিমবঙ্গের কলকাতাসংলগ্ন বাশদ্রোনি থানার বোড়াল পঞ্চাননতলার বাসিন্দা।
ভিডিও হাতে পাওয়ার পর কলকাতা পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বৃদ্ধা যশোদা পাল রোজ সকালে পাড়ায় ঘুরে ঘুরে বিভিন্ন লোকের বাড়ি থেকে গাছের ফুল তুলতেন। আর সেই অপরাধেই বৃদ্ধার বড় বৌমা স্বপ্না পাল তাঁকে বেধড়ক মারধর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে বছর পাঁচেক আগে বৃদ্ধা যশোদা পালের স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে আর দুই ছেলের বৃদ্ধা মা যশোদা পাল ‘ভাগের মা’ হয়ে যান। এরই মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে যশোদা পালের। দুই ছেলের মধ্যেও সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে। কিন্তু মায়ের জন্য আলাদা কোনো ঘর ছিল না। পালা করে কখনো বড় ছেলে, আবার কখনো ছোট ছেলের বাড়িতেই থাকতেন বৃদ্ধা যশোদা পাল। ছেলেদের বাড়িতে একরকম ব্রাত্য হয়েই থাকতেন তিনি। বারান্দায় চুপচাপ বসে থাকতেন। কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। কয়েক বছর ধরেই কোনো কিছুই মনে রাখতে পারতেন না যশোদা পাল। এমনকি ছেলেদের নাম, কখন কী খেয়েছেন সেসব ঠিকঠাক করে বলতে পারতেন না। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়তেন তিনি। প্রতিদিন সকালে বাড়িতে পুজোর জন্য পড়শিদের বাড়ির ফুলের গাছ থেকে ফুল তুলে আনা হয়ে গিয়েছিল বৃদ্ধার রোজনামচা।
জানা যায়, প্রতিবেশীদের গাছের ফুল তুলে আনার কারণে প্রতিবেশীরা বেশ কয়েকবার বৃদ্ধার ছেলের স্ত্রীদের অভিযোগ করে গেছেন। সেই কারণেই নাকি বৃদ্ধার বড় বউ নিজের শাশুড়িকে মারধর করতেন।
তবে স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ, শুধু ফুল তোলার জন্যই নয়, পারিবারিক নানা কারণে শাশুড়িকে বকাঝকা, গালমন্দ থেকে শুরু করে মারধর করা হতো। গত বৃহস্পতিবার পঞ্চাননতলায় ছোট ছেলের বউ শান্তি পালের বাড়িতে বসে বৃদ্ধা যশোদা পাল মনেই করতে পারলেন না বড় বউমা কবে তাঁকে মেরেছেন। এমনিকি স্বামী যে মারা গেছেন সেটাও মনে করতে পারলেন না তিনি। বললেন, স্বামী কাজে গেছে, চলে আসবে একটু পরেই।
বৃদ্ধার ছোট বউমা শান্তি পাল জানালেন, মা এখন আর কিছুই মনে রাখতে পারেন না।
এদিকে, বৃদ্ধার বড় বউমা স্বপ্না পাল তার শাশুড়িকে মারধর করছে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর স্বপ্না পালের ছেলে স্বপ্নজিত পাল বলেন, ‘ঠাকুমার দেখাশোনা তো আমার মা-ই করতেন। কিন্তু ঠাকুমার ফুল তোলা স্বভাবের কারণে প্রায়ই প্রতিবেশীদের কাছে কথা শুনতে হতো আমার মাকে। কিন্তু ঠাকুমাকে মারধর করাটা আমি সমর্থন করি না। মা কেন ঠাকুমাকে মারলেন বুঝতে পারছি না।’ যদিও এই বিষয়ে স্বপ্না পালের কোনো মন্তব্য জানা যায়নি। তবে এই ঘটনায় স্বপ্না পালকে গত বুধবার গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পরদিনই আদালত থেকে জামিন পেয়ে যান তিনি।