বিক্ষোভকারীদের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিল সিআরপিএফ

ভারতের জম্মু-কাশ্মীরে বিক্ষোভকারীদের আক্রমণ থেকে বাঁচতে তিন বিক্ষোভকারীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা (সিআরপিএফ)। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তিনজনকে কাশ্মীরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার সকালে একজন মারা যান। নিহত যুবকের নাম কাইসের আহমেদ (২১)।
এই তরুণের মৃত্যুর মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরে আবারো বিক্ষোভ শুরু হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, গতকাল কাশ্মীরের শ্রীনগরের নওহাট্টা এলাকায় এক সেনা কর্মকর্তাকে গন্তব্যে নামিয়ে দিয়ে ছাউনিতে ফিরছিল সিআরপিএফের গাড়িটি। সেই সময় রাস্তায় গাড়িটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা।
এ ঘটনায় দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা গাড়িটির খুব কাছ থেকে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ছেন। পরে তারা চলন্ত গাড়িটি ঘিরে ধরে গাড়িতে ওঠার চেষ্টা করেন। তখন গাড়ির চালক বিক্ষোভকারীদের কোনো মতে আটকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে আসেন।
এই ঘটনায় গাড়ির ধাক্কায় তিন বিক্ষোভকারী আহত হন বলে অভিযোগ করা হয়।
এই ঘটনায় জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ভারতীয় নিরাপত্তা বাহিনীর তীব্র সমালোচনা করেন। এক টুইট বার্তায় তিনি বলেন,‘আগে ওরা (ভারতীয় নিরাপত্তা বাহিনী) জিপের সামনে মানুষকে বেঁধেছিল, আর এখন প্রতিবাদীদের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিচ্ছে।’ ওমর আবদুল্লাহর এই মন্তব্যে উপত্যকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আগামী ২৯ জুন জম্মু-কাশ্মীরে আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জম্মু-কাশ্মীরের হুরিয়ত নেতাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে তাঁর। কিন্ত তার আগেই এই ঘটনা উপত্যকায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে দিল।