ভারতে ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত

ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটির পাইলট সঞ্জয় চৌহান নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে গুজরাট রাজ্যের কচ্ছে জেলার বরেজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে রুটিনের অংশ হিসেবে গুজরাটের জামনগর বিমানবাহিনীর ঘাঁটি থেকে এই যুদ্ধ বিমানটি উড্ডয়ন করে। কিন্তু কিছুদূর যাওয়ার পরই একটি মাঠের মধ্যে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি।
এই দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল মণীষ ওঝা জানান, সকালে যুদ্ধমিমানটি রুটিন মাফিক ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। এতে পাইলট নিহত হন। তবে কেন এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
বিমানের খণ্ডাংশ ছিটকে ওই মাঠের পাঁচটি গবাদি পশু মারা গেছে।
ভারতীয় বিমানবাহিনীর এই ‘জাগুয়ার’ যুদ্ধবিমান হলো এক ধরনের ফাইটার এয়ার ক্রাফট। এটি শত্রু ঘাঁটিতে ঢুকে হামলা করতে সক্ষম। ‘জাগুয়ারে’র সাহায্যে খুব সহজেই শত্রু ঘাঁটি, এয়ারবেজ ও যুদ্ধজাহাজ ধ্বংস করা সম্ভব।