দীপিকাদের ভবনে আগুন

বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যে ভবনে থাকেন সেখানে অগ্নিকাণ্ড হয়েছে। ভারতের মুম্বাইয়ের ওরলি এলাকার ওই বিলাসবহুল ভবনের ৩৩ তলায় আগুন লাগে। ওই ভবনের ২৭ তলায় থাকেন দীপিকা।
স্থানীয় সময় আজ বুধবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে সেই আগুন নিচের দুটি তলাতেও ছড়িয়ে পড়ে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায়। আগুন আয়ত্তে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি গাড়ি পৌঁছায় ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই আবাসনেই দীপিকার একটি ফ্ল্যাট এবং একটি অফিসও রয়েছে। তবে দীপিকা মুম্বাইয়ে নেই বলে জানা গেছে। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে ভারতের বাইরে রয়েছেন তিনি। দুপুরে আগুন লাগার পরেই ওই ভবন থেকে ৯০টি পরিবারকে নিরাপদে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
দীপিকা পাড়ুকোন টুইট করে জানিয়েছেন, ‘আমি নিরাপদে আছি। সবাইকে ধন্যবাদ। উদ্ধার কর্মীদের জন্য দোয়া করবেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করছে।’
২০১০ সালে দীপিকা ও তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন ওই অ্যাপার্টমেন্টটি কেনেন। তাঁদের নামেই অ্যাপার্টমেন্টটি নিবন্ধন করা।