হতাশা নিয়েই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগের পর অনেকটা হতাশা নিয়েই মেহবুবা মুফতি বলেন, কাশ্মীরের সাধারণ মানুষের কথাই তিনি এতদিন ধরে ভেবেছিলেন। তিনি চেয়েছিলেন, কাশ্মীরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। কিন্তু সেই কাজ শুরু করেও শেষ করতে পারেননি তিনি।
এ সময় মেহবুবা মুফতি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিরও (বিজেপি) কিছুটা সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে শুধু ক্ষমতা দখলের জন্য আমি জোটে যাইনি। আমার উদ্দেশ্য ছিল কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনা।’
সাবেক এই মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘কাশ্মীরের সমস্যা দীর্ঘদিনের। কাশ্মীরে শুধু বলপ্রয়োগ করে শান্তি আনার চেষ্টা অনেক দিন ধরেই করা হয়েছে। কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। এভাবে শক্তি প্রয়োগ করে কোথাও শান্তি আনা সম্ভব হবে না। এর জন্য সাধারণ মানুষের মনে বিশ্বাস অর্জন করতে হবে।’
কথা বলার সময় বারবারই যেন মেহবুবা মুফতির কণ্ঠে হতাশাই ঝরে পড়ছিল।
এ সময় পাকিস্তান ও ভারত সম্পর্ক নিয়ে মেহবুবা মুফতি বলেন, ‘পাকিস্তান ভারতের প্রতিবেশী একটি রাষ্ট্র। আমি চেয়েছিলাম যাতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরো উন্নত হয়। কিন্তু সেই বিষয়ে কোনো সহযোগিতা পাইনি।’
এছাড়াও পাক-ভারত সীমান্তে সংঘর্ষ বিরতি নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে মেহবুবা মুফতি বলেন, ‘দুই দিকেই শান্তি এনেছিল এই সংঘর্ষ বিরতির পরিকল্পনা। সে কথা বুঝতে পেরেছিলেন কাশ্মীরের সাধারণ মানুষ।’