জম্মু-কাশ্মীরে আবারও রাষ্ট্রপতির শাসন জারি

অষ্টমবারের মতো ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে জারি হলো রাষ্ট্রপতির শাসন।
আজ বুধবার ভোর ৬টা নাগাদ এ বিষয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনপত্র পাঠানো হয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারপর এই অনুমোদনপত্র জম্মু-কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার জম্মু-কাশ্মীরে জোট শরিক প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেন।
এরপর জম্মু-কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা। জানা যায়, আলোচনায় জম্মু-কাশ্মীরের বিরোধী নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং কংগ্রেস সেখানে সরকার গড়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।
এরপর রাতেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠান জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা। প্রতিবেদনে তিনি রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করেন। সেই সুপারিশে সম্মতি জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আর আজ ভোরেই রাষ্ট্রপতি তাঁর অনুমোদনপত্র পাঠিয়ে দেন।
এই নিয়ে ১৯৭৭ সালের পর থেকে জম্মু-কাশ্মীরে অষ্টমবারের মতো রাষ্ট্রপতির শাসন জারি হলো। এর মধ্যে গত ১০ বছরে এই নিয়ে চারবার জারি হলো রাষ্ট্রপতির শাসন।
জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট ছাড়ার কারণ হিসেবে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, ‘সন্ত্রাস, হিংসা এবং মৌলবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে উপত্যকার মাটিতে। উপত্যকার মানুষের মৌলিক অধিকার আজ বিপদের মুখে পড়েছে। যার মধ্যে সাংবাদিক সুজাত বুখারির হত্যা একটি উদাহরণ। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জম্মু-কাশ্মীরের ক্ষমতা রাষ্ট্রপতির কাছেই স্থানান্তরিত করা হবে। উপত্যকার জন্য কেন্দ্র সবকিছু করেছে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পুরোপুরি থামাতে আমরা সব রকমের চেষ্টা করছি। কিন্তু পিডিপি জম্মু-কাশ্মীরে তাদের কথা রাখেনি।’
জম্মু-কাশ্মীরের মোট ৮৭টি আসনের মধ্যে পিডিপির ১৮টি আসন এবং বিজেপির ২৫টি আসন ছিল।
অন্যদিকে,জম্মু-কাশ্মীরে সরকার গড়তে বিজেপি সংসদের আসন কেনাবেচা করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে অবিলম্বে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভেঙে দিয়ে ভোটের দাবি তুলেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।