‘কালো’ বলায় খাবারে বিষ মিশিয়ে পাঁচজনকে হত্যা

গায়ের রং কালো বলে বিদ্রূপ করায় ক্ষুব্ধ হয়ে পারিবারিক এক অনুষ্ঠানে খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন ভারতীয় এক নারী। গত সোমবার মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাড় গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চার শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো ৮০ জন।
ঘটনার জন্য দায়ী প্রজ্ঞা সুরভাষীকে (২৮) গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে রায়গড় পুলিশ।
জানা যায়, দুই বছর আগে বিবাহিত জীবনে প্রবেশ করেন প্রজ্ঞা। গায়ের রং নিয়ে পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশীরা সবসময় তাঁকে বিদ্রূপ করত। এ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তিনি। তার জের ধরেই গত সোমবার এক পারিবারিক অনুষ্ঠানে পরিবেশিত খাবারে সাপ মারার কীটনাশক মিশিয়ে দেন প্রজ্ঞা।
খাবারের পর আগত অতিথিদের পাকস্থলীতে প্রচণ্ড ব্যথা ও বমি হতে থাকে। পরে গুরুতর অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচজন। ৮০ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
রায়গড় জেলার পুলিশ সুপার অনিল পারসকর জানিয়েছেন, অনুষ্ঠানে একই খাবার খেয়ে সবাই অসুস্থ হওয়ায় খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় খাবারে বিষের উপস্থিতির প্রমাণ মেলে। প্রাথমিক কথাবার্তায় সন্দেহ হওয়ায় প্রজ্ঞা সুরভাষীকে জেরা করে পুলিশ। জেরায় প্রজ্ঞা স্বীকার করেছেন ‘গায়ের রং কালো’ এমন কটাক্ষ সহ্য করতে না পেরে সেদিন অনুষ্ঠান চলাকালীন খাবারের মধ্যে কীটনাশক মিশিয়ে দেন তিনি।
প্রজ্ঞার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে খুন এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।