ভারতের তেলেঙ্গানায় দুর্ঘটনায় নিহত১৫

ভারতের তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আজ রোববার সকালে ইয়াদাদরি নামে একটি জেলায় ওই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আহত হয় আরো সাতজন যাত্রী আহত হয়েছে।
জানা যায়, ট্রাক্টরের সঙ্গে ট্রলি লাগিয়ে সেখানে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ট্রাক্টরটি চলার একপর্যায়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ১৫ জন।
নিহতদের ১৪ জনই নারী এবং একটি শিশু।
এই ঘটনায় ইয়াদাদরি জেলার পুলিশ সুপার এস রমেশ জানিয়েছেন, সকালে ২০ জনেরও বেশি যাত্রী নিয়ে অতিরিক্ত ট্রলি লাগানো ট্রাক্টরটি তেলেঙ্গানার ইয়াদাদরি জেলার লক্ষমাপূরম গ্রামের দিকে যাচ্ছিল। রাস্তার মধ্যে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে মুসি নদীর খালে পড়ে যায়।