বাংলাদেশে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছেন। ১৪ জুলাই থেকে তিনি তিনদিনের সফর করবেন বলে জানা গেছে।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারাও থাকবেন বলে জানা গেছে। বৈঠকে তাঁরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও কথা বলবেন।
সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।
সূত্র জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে সন্ত্রাসদমন সহযোগিতা বৃদ্ধি ও তরুণদের মধ্যে মৌলবাদের প্রবণতা কমানোর লক্ষ্যে আলোচনা করা হবে।
এ ছাড়া দুই দেশের মধ্যে মৌলবাদ, সন্ত্রাস, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, গরু পাচার, মাদক পাচার, বেআইনি অস্ত্রের চোরাচালান ও জালনোট পাচার দমন প্রক্রিয়া আরো কীভাবে মজবুত করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা করবেন দুই দেশের নেতারা।