নরেন্দ্র মোদির ওপর হামলার শঙ্কা আবারও!

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা আগামী লোকসভা নির্বাচনের আগেই প্রাণঘাতী হামলা হতে পারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর। এ বিষয়ে কড়া নিরাপত্তা নেওয়ার জন্য দেশটির সব রাজ্যের প্রশাসনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী বছর দেশটির লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব রাজ্যে প্রচারে যাবেন সেখানে যেন কড়া নিরাপত্তা নেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিয়ম জারি করেছে, প্রধানমন্ত্রীর কনভয়ের ধারে কাছে কেউ আসতে পারবে না। এমনকি মন্ত্রী, আমলারাও আসতে পারবেন না। বিশেষ প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জানাতে হবে।
আজ মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নকশাল ও মাওবাদী হামলার ছক রয়েছে। যে ছক এর আগে একবার ফাঁস হয়ে যায়। বলা হয়েছে, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই ভাবেই মোদিকে হত্যার ছক কষা হয়েছে। তাই আপাতত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনসহ তাঁর কনভয় ও প্রচার মঞ্চের কাছে কাউকে আসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, আগামী লোকসভা ভোটের আগে মোদির সব ‘রোড শো’ বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়কে।