ঝাড়খণ্ডে ‘মাওবাদীদের হামলায়’ ৬ পুলিশ নিহত

ভারতের ঝাড়খণ্ডে সশস্ত্র হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গারওয়া জেলায় ওই ঘটনা ঘটে। পুলিশের দাবি, ওই হামলার সঙ্গে মাওবাদীরা জড়িত।
এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে বলে জানা যায়।
ঝাড়খণ্ড পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিপুল শুক্লা জানান, তাঁরা খবর পেয়েছিলেন গারওয়া জেলার চিনজো এলাকায় কয়েকজন মাওবাদী আত্মগোপন করে আছে। খবর পাওয়া মাত্রই মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযানে যায় পুলিশ।
বিপুল শুক্লা জানান, এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করতেই মাওবাদীরা মাইন বিস্ফোরণ ঘটায়। এর পরই হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। এ সময় ওই ছয় পুলিশ সদস্য নিহত হন।
পরে রাতভর পুরো এলাকায় তল্লাশি চালায় পুলিশ।