পাহাড় ধসে বাসের ওপর পাথর পড়ে চার জওয়ান নিহত

ভারতের অরুণাচল প্রদেশে পাহাড় ধসে বাসের ওপর পাথর পড়ে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) চার জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই জওয়নরা অরুণাচল প্রদেশের লোয়ার সিয়াং জেলার বাসার এলাকা থেকে একটি মিনিবাসে লিকাবালির দিকে যাচ্ছিলেন। সেই সময় বাসার আকজান সড়কে পাহাড়ের থেকে একটি বিশাল পাথর ওই বাসের ওপর পড়ে। প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস নামার কারণে এই ঘটনা ঘটে।
লোয়ার সিয়াং জেলার পুলিশ সুপার সিংজাতলা সিঙ্গফো জানিয়েছেন, বৃষ্টির কারণে রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় বাসটি ধীর গতিতে চলছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ২০ জন জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত হন আরো আটজন।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটজনক। তাদের লিকারাল সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পরই উদ্ধার কাজে নেমে পড়ে আইটিবিপি ও পুলিশ।