ভারতের আজমিরে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ভারতের রাজস্থানের আজমিরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় আরো কমপক্ষে ২১জন আহত হয়েছেন। আহতরা সবাই বাসের যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়,আজ সকালে আজমিরের তাবিজি গ্রামের উপর দিয়ে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে নির্মাণ সামগ্রী বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন মারা যায়।
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করে। এছাড়াও বেশ কিছুক্ষন ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।