পশ্চিমবঙ্গ বদলে ‘বাংলা’, বিধানসভায় বিল পাস

ভারতের পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাস করেছে ওই রাজ্যের বিধানসভা। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিতে এই বিল পাস হয়। বিধানসভায় পাস হয়ে যাওয়া বিলটি এবার কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পেলেই পশ্চিমবঙ্গের নাম হয়ে যাবে বাংলা।
কয়েক বছর আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’। ইংরেজি ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের আগে ‘ডব্লিউ’ থাকার কারণে লোকসভা ও রাজ্যসভায় যখন রাজ্যের নামের আদ্যাক্ষর অনুযায়ী ক্রমানুসারে ডাকা হয়, তখন সব রাজ্যের শেষে ডাক পড়ে পশ্চিমবঙ্গের। কেন্দ্রের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন দরবার করতে যান, তখন পশ্চিমবঙ্গের ডাক পড়ে সবার শেষে।
অভিযোগ ওঠে, এ কারণে রাজ্যের দাবিদাওয়া পেশ করার সময়টাও অনেকটা কমে যায়। সে কারণেই পশ্চিমবঙ্গের নামের পরিবর্তে বাংলা নাম রাখার প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বামফ্রন্ট-কংগ্রেসের সর্বসম্মতিতেই ওই বিল বিধানসভায় পাস হয়। এই বিল পাসের ফলে হিন্দি, ইংরেজি ও বাংলা তিনটি ভাষাতেই পশ্চিমবঙ্গের নাম হবে বাংলা।