প্রধানমন্ত্রী পদে মোদিই যোগ্য : কঙ্গনা

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিই যোগ্যতম ব্যক্তি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর জয়ী হওয়া উচিত। এমনটাই বললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শৈশব নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চলো জিতে হ্যায়’-এর স্ক্রিনিংয়ে এসে কঙ্গনা বলেন, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী পদে যোগ্যতম ব্যক্তি। বাবা-মায়ের জোরে নয়, তিনি যা অর্জন করেছেন সবই নিজের ক্ষমতায়। মোদি প্রকৃত গণতান্ত্রিক নেতা। মানুষ ভোট দিয়ে তাঁকে বেছে নিয়েছেন। এই সাফল্য তাঁর কাছে থেকে কেড়ে নেওয়া যাবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে মোদি এই জায়গায় এসে পৌঁছেছেন। তাই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।
‘চলো জিতে হ্যায়’ ছবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, এই ছবিতে দেখানো হয়েছে, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী মোদি কতটা সংবেদনশীল ছিলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছেন তিনি। এই ছবি তাঁর জীবনের সামান্য একটি অংশ।
নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী পদে ক্ষমতায় আবার দেখতে চান বলে জানিয়ে দেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, ভারতকে গর্ত থেকে টেনে তুলতে পাঁচ বছর অত্যন্ত কম সময়। আমাদের দেশ গর্তে পড়েছে, তাকে টেনে তুলতে হবে। আর সেই কাজটা মোদির পক্ষেই সম্ভব বলে সাফ জানিয়ে দেন তিনি।