‘আমিই গান্ধীকে হত্যা করতাম’

সারা ভারত হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক ড. পূজা শাকুন পাণ্ডে বলেছেন, নাথুরাম গডসের আগে জন্মালে তিনিই ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীকে হত্যা করতেন।
সম্প্রতি ভারতের আলিগড়ে এ বক্তব্য দেন পূজা শাকুন পাণ্ডে। তিনি আরো বলেন, ‘স্বাধীন ভারতে আবার কেউ মহাত্মা গান্ধীর মতো দেশভাগের চেষ্টা করলে আমিই তাঁকে গুলি করে হত্যা করব।’
হিন্দু মহাসভার এই সাধারণ সম্পাদক দেশভাগের জন্য সরাসরি আঙুল তুলে দায়ী করেন মহাত্মা গান্ধীকেই। তিনি বলেন, ‘গান্ধীর জন্যই দেশভাগের সময় লক্ষাধিক হিন্দু মারা গিয়েছিল। ভারত ভাগের জন্য মহাত্মা গান্ধীই দায়ী।’
পূজা শাকুন পাণ্ডে আরো বলেন, ‘মহাত্মা গান্ধীকে কেন জাতির জনক বলা হয়, তা জানি না। কোনো পিতা তাঁর দুই সন্তানকে কখনই আলাদা করতে পারেন না। যেটা দেশভাগের মাধ্যমে করে গেছেন মহাত্মা গান্ধী। তাই মহাত্মা গান্ধীকে কখনই জাতির জনক বলা উচিত নয়।’
মহাত্মা গান্ধীর খুনি বলে চিহ্নিত নাথুরাম গডসকে পূজা শাকুন ‘দেশভক্ত’ বলেও দাবি করেন। তিনি বলেন, ‘নাথুরাম গডসে হলেন প্রকৃত দেশভক্ত। ইতিহাসে তাঁকে অসম্মান করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে। বিজেপি সরকারের উচিত ওই ইতিহাসকে পালটে ফেলা।’ গান্ধী দর্শনকে ভারতের পাঠ্যবই থেকে বাদ দিয়ে দেওয়ারও দাবি তোলেন তিনি।