ভারতে বাস খাদে পড়ে ৪০ জন নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো ২৮ জন।
আজ মঙ্গলবার সকালে তেলেঙ্গানা রাজ্যের কোণ্ডাগুট্টা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল। নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের স্থানীয় জাগিশিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কোণ্ডাগুট্টা পাহাড়ে ভগবান হনুমান মন্দিরে পূজা দিতে যাচ্ছিল একদল পুণ্যার্থী। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। পড়ার সময় বাসটি চারবার পল্টি খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে সেখানে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।