জম্মু ও কাশ্মীরে তিন পুলিশ কর্মকর্তাকে খুন করেছে জঙ্গিরা

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে তিন পুলিশ কর্মকর্তাকে অপহরণের পর হত্যা করেছে জঙ্গিরা। আজ শুক্রবার সকালে রাজ্যের সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা।
মহররমের আগের দিন বৃহস্পতিবার রাতে সোপিয়ান জেলার কারপান এলাকা থেকে প্রথমে চার পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে জঙ্গিরা। ওই চারজনের বাড়িতে ঢুকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায় তারা। এর পর আজ ভোরে তিনজনকে খুন করা হয়। ধারণা করা হচ্ছে, অপহৃতদের মধ্যে এক পুলিশকর্মী কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।
অপহৃত হওয়া পুলিশকর্মীরা ছিলেন ফিরদৌস আহমেদ কুচে, কুলদীপ সিংহ, নিসার আহমেদ ধোনি ও কনস্টেবল ফৈয়াজ আহমেদ ভাট। এদের মধ্যে কোন তিনজনকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। জঙ্গিরা তাদের গোপন ডেরা থেকে অপহৃত পুলিশকর্মীদের চাকরি থেকে পদত্যাগ করার শর্ত দেয়। সেই শর্ত না মানলে চরম পরিণতি হবে বলেও জানিয়ে দেওয়া হয়। এর পরেই মহররমের দিন আজ সকালে তিন পুলিশ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার হয়।
জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদীনের নেতা রিয়াজ নাইকু পুলিশকর্মীদের হুমকি দেওয়ার পরে এই অপহরণ ও হত্যার ঘটনা ঘটল। গত মঙ্গলবার একটি অডিও ক্লিপে শোনা যায়, রিয়াজ নাইকু চার দিনের মধ্যে সমস্ত পুলিশকর্মীকে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এমনকি কাশ্মীরের যুবকদের পুলিশে যোগদান করতেও নিষেধ করেন তিনি।
এ ঘটনার পেছনে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের হাত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, উপত্যকায় বড় কিছু করতে না পেরে ক্রমশ জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়ছে। রাস্তায় নেমে প্রতিবাদ আর পাথর ছোড়ার রাজনীতি এখন আর কাজে আসছে না বুঝেই তারা পুলিশকে নিশানা করেছে।