বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, সিমলা ও মানালিতে পর্যটক আটকা

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। একটানা বৃষ্টিতে নদীর পানি উপচে পানির প্রবল স্রোতে ভেসে গেছে একাধিক যানবাহন। তবে এখন পর্যন্ত প্রানহানির খবর মেলেনি। কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের আটটি জেলা। বিপর্যস্ত আট জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
আগামীকাল মঙ্গলবার পর্যন্ত হিমাচল প্রদেশের বৃষ্টি বিধ্বস্ত জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যটির সরকার।
টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের সিমলা ও মানালিতে আটকে পড়েছেন বহু পর্যটক। পাহাড় থেকে নামার গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামার কারণে আটকে পড়েছেন পর্যটকরা। এরইমধ্যে আকাশপথে প্রায় ১৯ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়। বিশেষ করে গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের কুলু, কিন্নাড়, চামবা, কাংগ্রা, বিলাসপুর, সিরামৌর, মন্ডি ও সিমলায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ধস নামার কারণে বন্ধ আছে একাধিক সড়ক।
এদিকে টানা বৃষ্টির কারণে ফুঁসতে শুরু করেছে রাজ্যটির সব পাহাড়ি নদী। বাড়ছে নদীগুলোর পানি। বিপাশা নদী উপচে মন্ডি জেলার হানোগি মন্দিরের কাছে চণ্ডীগড়-মানালি ২১ নম্বর জাতীয় সড়ক এবং আউটের কাছে তিন নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে পানি বইছে।
মানালিতে হড়িপা বানে ভেসে গেছে একটি যাত্রীশূন্য বাস। কুল্লু নদী প্লাবিত হয়ে বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। বানভাসি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। পানির তোড়ে ভেসে গেছে বহু যানবাহনও। এই পরিস্থিতিতে আগামী দুদিন বৃষ্টি আরো বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। হিমাচল প্রদেশে ভারি বৃষ্টি থেকে প্রাণহানি ঠেকাতে বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন।