সালাউদ্দিনের বিরুদ্ধে মামলার রায়ের দিন পেছাল

ভারতে অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মামলার রায় আবার পেছাল। আজ শুক্রবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের রায় ঘোষনার দিন ছিল। কিন্ত এ দিন আদালতে রায় দান পিছিয়ে আগামী ১৫ অক্টোবর করা হয়েছে।
ভারতের গণমাধ্যম ‘নর্থ ইস্ট নাও’ এ খবর দিয়েছে।
২০১৫ সালের ১০ মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা সালাহউদ্দিন। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ১১ মে ভোরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিংক এলাকায় তাঁর খোঁজ মেলে। কিন্ত ভারতে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র না থাকার কারনে পরদিন ১২ মে সালাহউদ্দিনকে গ্রেপ্তার করে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ। এরপর থেকে গত তিন বছরেরও বেশি সময় ধরে শিলংয়ে রয়েছেন সালাহউদ্দিন। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৯৪৬ সালের ১৪ ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়।
এর আগেও বেশ কয়েকবার সালাহউদ্দিন আহমেদের রায়দানের তারিখ পিছিয়েছে। চলতি বছরের গত ২৫ জুন শিলং আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষনা করে। কিন্ত পরে সেই তারিখ পিছিয়ে করা হয় ২৮ সেপ্টেম্বর।