মোদির ভাই দোকানদার ও অটোরিকশাচালক!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভাই মুদি দোকানদার, আরেক ভাই আটোরিকশাচালক বলে মন্তব্য করেছেন একের পর এক বেফাঁস মন্তব্যের জন্য আলোচিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
সম্প্রতি ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের উদ্যোগে ‘জম্মু কাশ্মীরে’ দ্বিতীয় সেনা অভিযান বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘পরাক্রম পর্ব’ নামে দেশব্যাপী সভা ও সমাবেশের আয়োজন করা হয়। ত্রিপুরায় আয়োজিত এমনই এক জনসভায় এসব কথা বলেন বিপ্লব দেব। সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য দেয়।
নরেন্দ্র মোদির সাধারণ জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, ‘এক ভাই চালান মুদি দোকান, আরেক ভাই চালান অটোরিকশা। তাঁদের মা বাস করেন দশ ফুট-১২ ফুট এক ঘরে, আমাকে বলেন, সারা দুনিয়ায় কী এমন প্রধানমন্ত্রী আছেন?’
বিপ্লব দেব আরো বলেন, ‘তাঁর (মোদির) এক বৃদ্ধা মা আছেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না। এর আগে ১৩ বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন… তাঁর ভাই বোন আছে, অথচ এখনো তাঁর ভাই অটো চালান।’
এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিপ্লব দেবের কাছ থেকে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্টোপাল্টা মন্তব্যের কারণে এর আগেও বেশ কয়েকবার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েছেন বিপ্লব দেব। চলতি বছরের আগস্টে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পানির শুদ্ধতা ও অক্সিজেনের মাত্রা বাড়াতে তিনি গ্রামবাসীর মাঝে হাঁস বিতরণের আগ্রহ পোষণ করেন।
এ ব্যাপারে বিপ্লব বলেন, ‘হাঁস যখন পানিতে সাঁতার কাটে আপনাতেই অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। তাতে পানি শুদ্ধ হয়। মাছ বেশি করে অক্সিজেন পায়। মাছেরা হাঁসের বিষ্ঠা থেকেও উপকার পায়। তাতে করে মৎস্যখাতের উন্নতি ঘটবে, মাছেরা দ্রুত বাড়বে, আর সবটাই হবে প্রাকৃতিক উপায়ে’।
এর আগেও প্রাচীন মহাভারত আমলে ভারতীয়রা ইন্টারনেট ও কৃত্রিম উপগ্রহ ব্যবহার করতো এমন মন্তব্য করে আলোচনায় আসেন ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী।