‘তিতলি’ আঘাত হেনেছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে

ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগর থেকে উঠে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তিতলি’।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় প্রতি ঘণ্টায় ১২৬ কিলোমিটার গতিবেগ নিয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।
উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের বহু এলাকায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর তাদের সতর্কবার্তায় ঘূর্ণিঝড় তিতলিকে ‘অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়’ হিসেবে বর্ণনা দিয়েছে।
আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উপকূলে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড়টির বর্তমান গতি প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার। এটির বাতাসের গতি আরো বাড়ছে এবং ঘূর্ণিঝড়টি আরো ১৮ ঘণ্টা সক্রিয় থাকতে পারে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া দপ্তর।
বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।