পশ্চিমবঙ্গে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। যাত্রীবাহী বাস খালে পড়ে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার হুগলি জেলার হরিপাল থানার চাঁপাডাঙা এলাকায় খাজুরিয়া সেতুতে ওই দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা।
জানা যায়, এদিন সকাল ৯টা নাগাদ হুগলির আরামবাগের গড়ের ঘাট থেকে ছেড়ে কলকাতার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। কালুরবাটিতে এসে ডাকাতিয়া খালের ওপর খাজুরিয়া সেতুতে উঠতে গিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নিহত হয় বাসের চার যাত্রী। পরে হাসপাতালে মৃত্যু হয় একজনের।
নিহতরা হুগলির খানাকুল ও ডানকুনি এলাকায় বলে জানা যায়। তবে খালে পানি কম থাকায় ঘটনাস্থলে মৃতের সংখ্যা বেশি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত দেন। পরে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।
হুগলির পুলিশ সুপার সুকেশ জৈন জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।