লুঙ্গি পরে ভারতীয় মন্ত্রীর দৌড়, পড়লেন রাস্তায়!

ম্যারাথন দৌড়ের উদ্বোধন। না দৌড়ালে কি হয়! লুঙ্গি পরে আয়োজকদের সঙ্গে দৌড় শুরু করেন ভারতীয় মন্ত্রী জি টি দেবগৌড়া। লুঙ্গি দুই হাতে সামলে ভালোই দৌড় শুরু করেন মন্ত্রী। কিন্তু বিধিবাম! রাস্তায় হুমড়ি খেয়ে পড়লেন তিনি। আহত অবস্থায় তাঁকে সরিয়ে নেওয়া হয় ঘটনাস্থল থেকে।
গত রোববার কর্নাটকের মহিশুরে এ ঘটনা ঘটে। জি টি দেবগৌড়া কর্নাটক সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী।
জানা যায়, দশেরা উৎসব উপলক্ষে মহিশুর ক্রীড়া বিভাগ ওই ম্যারাথন দৌড়ের আয়োজন করে। ২১ কিলোমিটারের ওই ম্যারথন ছিল সবার জন্য উন্মুক্ত।
ওই অনুষ্ঠানেরই উদ্বোধন করেন মন্ত্রী জি টি দেবগৌড়া। তাঁর পরনে ছিল স্থানীয় পোশাক অর্থাৎ ফতুয়া ও লুঙ্গি। এ পোশাক পরেই অন্যান্যদের সঙ্গে দৌড় শুরু করেন মন্ত্রী। কিন্তু কিছুক্ষণ পরই ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। মুখে ও পায়ে ব্যথা পান তিনি।
রাস্তায় পড়ে যাওয়ার পরই আয়োজকরা দ্রুত মন্ত্রীর কাছে যান এবং তাঁকে তুলে ধরেন। পরে তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।