কলকাতা মাতল দুর্গা কার্নিভালে

দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে কলকাতায় হয়ে গেল বিশেষ দুর্গা কার্নিভাল। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে কলকাতার রেড রোডে শুরু হয় এই দুর্গা কার্নিভাল। এই কার্নিভালে এক জায়গায় উপস্থিত থেকে অতিথিরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে দেখেন কলকাতা ও শহরতলির পুরস্কারজয়ী দুর্গা প্রতিমা ও শোভাযাত্রা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই দুর্গা কার্নিভাল শুরু হয় ২০১৬ সালে। পরে এর পরিসর ও বর্ণময়তায় প্রতিবছরই বৃদ্ধি পেয়েছে। গত সোমবারই টুইট করে কার্নিভালে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
দুর্গা কার্নিভাল শুরু হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও তাঁর ট্রুপের মাতৃবন্দনা দিয়ে। প্রতিমা আর আলোর জাদুতে মোহময়ী হয়ে ওঠে এই কার্নিভাল। এবারের কার্নিভালে যোগ দিয়েছে কলকাতা ও শহরতলির ৭৪টি প্রতিমা।
কলকাতার খিদিরপুর রোড দিয়ে ঢুকে জে কে আইল্যান্ড হয়ে রেড রোডে আসে প্রতিটি দুর্গা প্রতিমা। রেড রোডের শোভাযাত্রার পর প্রতিমাগুলো নেতাজি মূর্তির সামনে দিয়ে কিংসওয়ে দিয়ে বেরিয়ে যায়। তার পরেই প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গঙ্গার ঘাটে।
অতিথিদের সামনে মূল থিম তুলে ধরার জন্য আয়োজকরা তিন মিনিট করে সময় পান। শোভাযাত্রার সঙ্গে ঢাকের বাজনা, পূজার থিম সং আর ধারাভাষ্যের মাধ্যমে তুলে ধরা হয় প্রতিটি পূজার সংক্ষিপ্ত ইতিহাস। বিদেশি দর্শকদের জন্য বাংলার পাশাপাশি ইংরেজিতেও দেওয়া হয় ধারাভাষ্য।
কার্নিভালে এবার লন্ডন থেকে ২০ জনের এক বিশেষ প্রতিনিধিদল এসেছে। এ ছাড়া দেড় হাজারের মতো বিদেশি পর্যটক এই কার্নিভাল দেখতে হাজির হয়েছেন। নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি উপদূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সেখানে।
অভিনব এই দুর্গা কার্নিভাল দেখার জন্য কলকাতার রেড রোডে ২৬ হাজার আসনের ব্যবস্থা করা হয়। এই কার্নিভালের মাধ্যমে রং বাহারি ট্যাবলোর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী, সবুজসাথী, সবুজশ্রী, খাদ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলো তুলে ধরা হয়।